এইমসের হাসপাতাল   - Latest News on এইমসের হাসপাতাল  | Breaking News in Bengali on 24ghanta.com
কাল কংগ্রেসের মহাকরণ অভিযান

কাল কংগ্রেসের মহাকরণ অভিযান

Last Updated: Wednesday, January 9, 2013, 20:52

কংগ্রেসের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বুধবারই উত্তরবঙ্গ থেকে কয়েকহাজার কংগ্রেস কর্মী এসে পৌঁছেছেন কলকাতায়। কংগ্রেসের টার্গেট, ৫০ হাজার কর্মী নিয়ে মহাকরণের পথে হাঁটবেন তাঁরা। যদি বাধা দেওয়ার চেষ্টা হয় তাহলে পরিস্থিতির জন্য যে দায়ী থাকবে রাজ্য সরকার সেই হুমকিও কংগ্রেসের গলায়।